বাংলার নতুন রাজ্যপাল

নিউজ ডেস্ক, এনএফবিঃ

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে, বাংলার রাজ্যপাল হিসাবে প্রাক্তন এই আমলার নাম ঘোষণা করা হয়েছে।

১৯৭৭ সালে আইএএসে যোগ দেন সিভি আনন্দ বোস। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছেন তিনি। শিক্ষা, বন, পরিবেশের মতো দফতরের প্রধান সচিবের পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ বোর্ডেরও দায়িত্ব সামলেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি লেখক হিসাবেও সুনাম আছে আনন্দ বোসের।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর মণিপুরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব হিসাবে বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন লা গণেশন। তবে সম্প্রতি বিজেপি লা গণেশনকে নিয়ে তাদের উষ্মা প্রকাশ করেন। রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কু মন্তব্যের প্রতিবাদে রাজভবনে যান বিজেপি বিধায়কদের একটি দল। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।