জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

‘বঙ্গে কেদার নাথের সঙ্গে’ ঘিরে দুর্গাপুজোর নতুন ভাবনা

এনএফবি,ঝাড়গ্রামঃ

বাংলার পুজো মন্ডপে উঠে আসছে একখন্ড কেদারনাথ।

ডুমুড়িয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবার বরফ ঢাকা সেই কেদারনাথের মন্দিরের আদলে তৈরি করছে তাদের মণ্ডপ। প্রায় ছয় লক্ষ টাকার বাজেটে এবার ‘বঙ্গে কেদারনাথের সঙ্গে’ এই ভাবনাকে রূপ দেওয়া হচ্ছে। আসল কেদারনাথ মন্দিরের উচ্চতা ৮৫ ফুট। চওড়া ১৮৭ ফুট। ছয় ফুট উঁচু ভিতের ওপর মন্দিরটি তৈরি। কিন্তু এখানে মন্দিরের উচ্চতা হচ্ছে ৪৫ ফুট। কিন্তু এখানেও তৈরিহচ্ছে পাহাড়। পাহাড়ে ওঠার জন্য রয়েছে সিঁড়ি, প্রবেশপথে গুহা। মূল মন্ডপের ঢোকার মুখে থাকবে একটি শিব লিঙ্গ, সঙ্গে নদী । আর পাহাড়ের উপরে থাকবে আট ফুটের একটি বিশাল শিব মূর্তি। মূল মন্ডপের ভিতরে পাহাড়ের খাঁজগুলিতে থাকবে কৃত্রিম সাপ। আর সিলিং থেকে ঝুলবে অসংখ্য ত্রিশূল। শিল্পী দেবাশিস দাস এবং অন্যরা পরিবেশবান্ধব চট, পিচবোর্ড, বাটাম, দিয়ে গড়া হচ্ছে প্যান্ডেলটি। হালকা নীল রং দিয়ে বরফ ঢাকা পাহাড়ের রূপ তুলে ধরা হবে।

YouTube player