এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ করা হলো নয়টি বসতি বাড়ি। বসত বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর PWD ও NH আধিকারিকদের উপস্থিতিতে বাড়ি উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়। এদিনের নয়টি বাড়ি উচ্ছেদকে ঘিরে এলাকায় মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, ঠ্যাঙ্গাপারা ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে দীপঙ্কর রায়ের রেজিস্ট্রি জমি।আর সেই জমির সামনেই জাতীয় সড়কের ধারে PWD জমির উপর রয়েছে ১৭টি পরিবারের বসতি বাড়ি, যে বিষয় নিয়ে কয়েক বছর আগে কোর্টে মামলা করে দীপঙ্কর রায়। তার তথ্য অনুযায়ী দীপঙ্কর রায় তার জমিতে পেট্রোল পাম্প করার উদ্যোগী হয় ,পাম্প করার লাইসেন্সও পায় তিনি। কিন্তু তার জমির সামনে কিছু বাড়ি থাকায় সেখানে পাম্প করতে অসুবিধায় পড়েছিলেন দীপঙ্কর। বিষয়টি নিয়ে কয়েক বছর আগে হাই কোর্টে মামলা করেন এবং কয়েক বছর ধরে মামলা চলার পর অবশেষে দীপঙ্কর রায়ের জমির সামনে থেকে PWD উপর থাকা বাড়ি উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট বলে দাবি দীপঙ্করের।যায় পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে বাড়ি উচ্ছেদের কাজ শুরু করেন প্রশাসন ।এদিন PWD ও NH আধিকারিকদের উপস্থিতিতে বাড়ি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
যদিও PWD জমির উপর বসবাসকারী পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের কোনো নোটিশ দেখানো হয়নি।পাশাপাশি প্রশাসনের তরফে বাড়ি উচ্ছেদ কাজ শুরু করায় দিশে হারা হয়ে পড়েছেন উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা।কান্নায় ভেঙে পড়েছেন সকলেই,অনেকেই জানিয়েছে, তারা দিনমজুর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় থাকতে হবে তাদের।বয়স্কদের শেষ সম্বল হারাতে বসেছে উচ্ছেদের কারণে।