জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

মুখ্যমন্ত্রী আমাদের যা সম্মান দিয়েছে অতীতে কোনো সরকার দেয়নিঃ দেবব্রত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মোহনবাগান আর মহামেডানের মতো ইস্টবেঙ্গল ক্লাবকেও এবার বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে অভিভূত ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানালেন, ” আমরা অভিভূত আমাদের শতবর্ষ প্রাচীন ক্লাবকে যে সরকার এই সম্মান দিচ্ছে। অতীতে কোনো সরকার আমাদের এত সম্মান জানায়নি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার। যে ক্ষমতায় ছিল সাহায্য নিশ্চই পেয়েছি। কিন্তু এই ভাবনা গুলো নতুন এই ভাবনা গুলো কোনো সরকারের থেকে অতীতে আমি দেখিনি। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস প্রথমে আমাকে ফোন করে বলে আমি সত্যিই খুব খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবসময় আমাদের সম্মান জানিয়েছে। উনার মত মানুষ যতদিন ক্ষমতায় থাকবে বাংলা ক্রীড়ার জন্য ভালো আমার ক্লাবের জন্য ভালো। আগামী ২৫ তারিখ নজরুল মঞ্চে ৪ জন প্রাক্তন ফুটবলার ২ জন ক্রিকেটার আর ২ জন কর্তা যাবেন সরকারের থেকে পুরস্কার নিতে।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।” প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দোপাধ্যায়ও খুব খুশি তিনি জানালেন,” দারুন ব্যাপার, গর্বিত এই ক্লাবে খেলেছি। সরকারকে ধন্যবাদ দিতে চাই।” এদিন ২০ জন প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গলের দলগঠন নিয়ে বৈঠকে বসেন তারপর প্রশান্ত বন্দোপাধ্যায় জানালেন,” চুক্তির খসড়া যেদিকে এগোচ্ছে আমরা খুব খুশি। আশা করছি যা হবে ভালো হবে। ইস্টবেঙ্গল শক্তিশালী দল নিয়েই নামবে।”

এদিকে কবে হবে সই! গত সপ্তাহে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার আশ্বাস দিয়েছিলেন ২-১ দিনের মধ্যে হবে সই। এদিন তিনি জানালেন,” কবে হবে দিন বলা যাবে না তবে খুব তাড়াতাড়ি সই হবে। ভারতীয় সংবিধান মেনে একটা লম্বা প্রক্রিয়া চলছে একটু সময় তো লাগবেই। তবে ইমামি খুব দ্রুত গতিতে সবকিছু করছে। আমরাও তৎপর খুব তাড়াতাড়ি সই পর্ব মিটে যাবে। আর আমরা পরের সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করে দিতে পারব এটা আশা রাখছি।”