জুলাই 3, 2024
Latest:
জেলা

কেউ কথা রাখেনি! প্রতিদিন পাড় ভাঙছে মুজনাই

এনএফবি, আলিপুরদুয়ারঃ

মুজনাই নদীর পাড় ভাঙনের জেরে বিঘার পর বিঘা জমি নদীগর্ভে তলিয়ে চলে যাচ্ছে। যার জেরে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁও গ্রামের চাষিদের হাহাকার অবস্থা।
মুজনাইয়ের সামনে গ্রামবাসীদের মতো যেন অসহায় দেওগাঁও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষও। তবু ভাঙন রোধের চেষ্টা করেছে পঞ্চায়েত। এবছরই বাঁশ পুঁতে বালি ভর্তি বস্তা দিয়ে পাড় ভাঙন রোধে একাংশে অস্থায়ী পাড় তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, মুজনাইয়ের কাছে এসব বাঁশ আর বস্তার বাঁধ খড়কুটোর মত। আজ পর্যন্ত বোল্ডার দিয়ে পাড় বাঁধায় করা হল না। বারবার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। কেউ কথা রাখেনি। জমি থেকে প্রতিদিনই মাটির চাঙড় ভেঙে পড়ছে নদীতে। নি:স্ব হওয়ার পথে এগোচ্ছেন বাসিন্দারা।