জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কেউ কাউকে দোষ দেবে না- ভারত ম্যাচ হেরে বার্তা বাবরের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে হার হজম করল বাবর আজমের দলটি। এই দিন পরাস্ত হওয়ার পর সতীর্থদের অনুপ্রেরণা দিলেন পাক অধিনায়ক বাবর।

একটি ভিডিও পোস্ট করা হয়েছে পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে। এই ভিডিওতে বাবরকে বলতে শোনা যায়, “ভাইরা শোনা, এটা দারুণ একটা ম্যাচ ছিল। প্রত্যেকবার আমরা যে ভাবে নিজেদের সেরাটা দিয়ে খেলি, এবারও সেটাই করেছি আমরা। আমরা বেশ কিছু ভুল করেছি। তবে সেই ভুলগুলো থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। আমাদের ভেঙে পড়লে চলবে না। সবেমাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে, এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে।”

বাবর আরও বলেন, “আমরা শুধুমাত্র কারও একজনের জন্য পরাস্ত হইনি। কেউ একজনের দিকে অভিযোগের আঙ্গুল তুলবে না। দলের একজন খেলোয়াড় হিসেবে এটা মোটেই কাম্য নয়। একটা দল হিসেবে যেমন ভাবে আমরা হেরেছি, ঠিক তেমন ভাবেই আমরা দল হিসেবে জিতে দেখাব। আমাদের দলগত ভাবে লড়াই করতে হবে, এটাই আগামী দিনে মনে রাখতে হবে আমাদের।

নিজেদের ভুল প্রসঙ্গে বাবর বলেন, “আমাদের বেশ কিছু ছোট ছোট ভুল হয়েছে। সেগুলো ঠিক করতে হবে।”

এ দিন ১৬ রান বাকি থাকাকালীন ম্যাচের শেষ ওভারে বল করতে যান মহম্মদ নওয়াজ। তাঁর উদ্দেশ্যে বাবর বলেন, ” একদম চিন্তা করবে না নওয়াজ। তুমিই আমার ম্যাচ উইনার। আমি সবসময় তোমার উপর ভরসা রাখব। আমি জানি তুমিও আমার জন্য ম্যাচ জেতাবে। আমি প্রত্যেকেই জানি এটা একটা ক্লোজ ম্যাচ ছিল। সেটাও তোমার কারণেই। তুমি শেষ বল পর্যন্ত ম্যাচটা নিয়ে গিয়েছ। খুব সুন্দর খেলেছ তুমি।”

পাক অধিনায়ক আরও বলেন, “যা কিছু হয়েছে, সেটা এখানেই ফেলে দাও। আগামী দিনের কথা ভেবে ফের সতেজ থাকো, নতুন করে শুরু করো। দল হিসেবে আমরা ভাল খেলেছি। এইভাবেই আগামী দিনে খেলব আমরা।”