জুলাই 5, 2024
Latest:
দেশফিচার

করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই- জানালেন গবেষক

এনএফবি, নিউজ ডেস্কঃ

দেশ জুড়ে কমছে করোনার বাড়বাড়ন্ত। গত কয়েকদিনের পরিসংখ্যানে স্পষ্ট ভারতে কমছে সংক্রমণের দাপট। পাঁচ হাজারের নীচে নেমে গেছে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই স্বস্তির খবর জানা গেল। গবেষকরা জানালেন, দেশে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা কার্যত নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। ভাইরোলজিস্ট ডা. জেকব জনস জানান, ভারতে তৃতীয় ঢেউয়ে শেষের পথে। যদি কোভিডের নতুন কোনও ভ্যারিয়েন্টের আবির্ভাব না ঘটে, তাহলে চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই এমন খবর স্বস্তি দেবে দেশবাসীকে।