জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

দেখা নেই বৃষ্টির,চিন্তায় পাটচাষীরা

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র দাবদাহে মাথায় হাত পড়েছে পাট চাষীদের । আষাঢ় মাসে ভরা বর্ষার মাঝেও বৃষ্টির দেখা না মেলায় তীব্র গরমে পুকুর খাল বিল শুকিয়ে যাওয়ায় পাট যাগ দিতে সমস্যায় পড়ছেন কৃষকেরা। পাঠ জাগ না নিতে পেরে পাট মাঠেই ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। গরমে প্রায়ই নষ্ট হতে বসেছে পাট গাছ। ফলে উৎকৃষ্ট মানের পাট না পাওয়ার আশঙ্কায় ভুগছে কৃষকেরা। যদিও কৃষি দপ্তর আশ্বস্ত করছেন যে আগামী কয়েক দিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। ফলে খুব বেশি ক্ষতির সম্মুখীন হবেন না কৃষকরা। পাশাপাশি কৃষকরা বাড়িতেই ছোট ছোট পুকুরের মত গর্ত করে পাট যাগ দিতে পারবেন বলে কৃষি দপ্তর পরামর্শ দিচ্ছে। আর এই দুয়ের মাঝেই আশা আশঙ্কায় ভুগছে জেলার কৃষকমহল।

গোবিন্দ সরকার, স্থানীয় চাষী। নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র