জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

হবু জামাইয়ের ব্যাটিং দেখে নস্টালজিক শাহিদ আফ্রিদি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হবু জামাইয়ের ব্যাটিং দেখে মুগ্ধ শ্বশুর। পাকিস্তানের শাহিনের ব্যাটিং দেখে মোহিত হয়েছেন আবেগতারিত তাঁর হবু শ্বশুরমশাই ও প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। গত সোমবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে লাহোর কালান্দার্সবনাম পেশওয়ার জালমি ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করলেন শাহিন আফ্রিদি। পেশওয়ারের ১৫৮ রান তাড়া করতে নেমে ১২৯ রানে ৭ উইকেট পড়ে যায় লাহোরের। আট নম্বরে ব্যাট করতে নামেন আফ্রিদি। ৩৩ মিনিট ক্রিজে থেকে ২০ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। জোড়া চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। এক রানে ম্যাচ টাই করিয়ে সুপার-ওভারে নিয়ে যান। যদিও সুপার ওভারে লাহোরকে হারতে হয়। তবে জামাইয়ের প্রশংসা করে বুমবুম আফ্রিদি সোশ্যাল মিডিয়াতে লেখেন,”শাহিন আফ্রিদি, ইউ বিউটি”।শুধু তাই নয়, একইসঙ্গে নিজের কেরিয়ারের সেরা ম্যাচ জেতানোর মুহূর্তও শেয়ার করেন প্রাক্তন পাক অলরাউন্ডার। গতবছর শাহিন আফ্রিদিকে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বেছে নেয়। এই পুরস্কার জিতে রেকর্ডও করেন আফ্রিদি। আইসিসির পুরস্কারের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জেতেন শাহিন শাহ আফ্রিদি। ভেঙে দেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথের সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ীর রেকর্ড।
২০১৫ সালে স্টিভ স্মিথ এই পুরস্কার জিতেছিলেন। স্মিথ যখন এই পুরস্কার জিতেছিলেন তখন তার বয়স ছিল ২৬। আর শাহিন শাহ আফ্রিদি এই পুরস্কার জিতলেন ২১ বছর বয়সে।

আরও পড়ুনঃ ঋদ্ধিকে দেওয়া হুমকি চিঠি প্রসঙ্গে সৌরভের হস্তক্ষেপ চেয়ে টুইট শাস্ত্রীর
প্রসঙ্গত ২০২১ সালটা বল হাতে আফ্রিদির কাছে অনেকটা স্বপ্নের মত কেটেছে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান দল। পাকিস্তানের এই সাফল্যের পিছনে অন্যতম কারিগর ছিলেন দীর্ঘদেহী এই বাঁহাতি পেসার। বিশ্বকাপের মঞ্চে আমিরশাহিতে প্রথমবার ভারতকে হারাতে সক্ষম হয়েছিল পাকিস্তান। তাদের এই জয়েও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহিনের। ৩১ রান দিয়ে সেদিন রোহিত, বিরাট এবং রাহুলকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। পুরস্কার জয়ের পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহিন বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক ভালো পারফরম্যান্স রয়েছে। টেস্টে একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছি। তবে আমার কাছে সেরা স্মরণীয় মুহূর্ত হল টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়টা। ওই বছরটা আমার কাছে দারুণ কেটেছে। আশা করি আপনারা ২০২২ সালেও আমার থেকে ভালো পারফরম্যান্স দেখতে পারবেন। সেদিন ম্যাচে অল্প সুইং হচ্ছিল। আমরা জানতাম আমরা রোহিতকে তাড়াতাড়ি ফেরাতে পারব। তবে যে বলে রোহিতকে আউট করেছি তাতে আমি নিজেও বিস্মিত।’ ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে তিনি মোট ৭৮টি উইকেট নেন ২২.২০-এর গড়ে। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৬/৫১।