অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অতীতে ভারত পাকিস্তান লড়াই নিয়ে বরাবর নস্টালজিক হয়ে পড়েন প্রাক্তন পাকিস্তান পেস বোলার শোয়েব আখতার। এবার চলে গেলেন ২০০৪ সালের সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের ভারত যখন তাঁদের দেশে খেলতে গিয়েছিল সেই স্মৃতিতে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানালেন কীভাবে ভয়ডরহীন ভাবে ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের প্রাক্তন পেস বোলার লক্ষ্মীপতি বালাজি। যেখানে ভারতের বড় ব্যাটিং লাইনও পারেনি সেটা করতে। একটি চ্যাট শো চলাকালীন শোয়েব আখতার ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে জানালেন সেই স্মৃতির কথা ।
শোয়েব জানালেন,”২০০৪ এর সিরিজে সচিনেরও আমাকে খেলতে অসুবিধা হচ্ছিলো। পুরো ভারতীয় দল আমাকে খেলতে পারেনি। কিন্ত একজন লোক, তিনি বালাজি একেবারে শেষদিকে ব্যাটিং করতে এসে আমাকে ছক্কা মারে।”
পনেরো বছর পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ইমরানের দেশে সিরিজ খেলতে যায়। ভারত ওয়ান ডে সিরিজে পিছিয়ে গিয়েও সিরিজ জিতে দেশে ফেরে। শেষ একদিনের ম্যাচে ৭ উইকেটে ২৯৩ রান করেছিল ভারত । ১০ রান করেন বালাজি। শতরান করেন ভিভিএস লক্ষণ সেই রান তুলতে পারেনি ইনজামামের দল লাহোরে। ৪০ রানে জয়, ওয়ান ডে সিরিজ ৩-২ ব্যবধানে জেতে টিম ইন্ডিয়া। এরপরে টেস্ট সিরিজেও ২-১ ব্যবধানে জেতে ভারত।
গত দীর্ঘ আট বছর ভারত -পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দুই দেশের রাজনৈতিক অশান্তির কারণে । ভারত ও পাকিস্তান, আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ম্যাচে মুখোমুখি হয়। আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ। রামিজ রাজার আশা ভারতীয় দল পাকিস্তানে যাবে এশিয়া কাপ খেলতে। কিন্তু চার দেশিয় টুর্নামেন্টের প্রস্তাব আগেই উড়িয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। ২০১৩ সাল থেকে ICC বা ACC ইভেন্ট ছাড়া একে-অপরের মুখোমুখি হয় না। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক এমন জায়গায় এসেছে, যেখানে দ্বিপাক্ষিক সিরিজ আজ অতীত। গতবছর কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। বোর্ড সচিব জয় শাহ জানিয়ে রেখেছেন, গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের একাধিক দীর্ঘ মেয়াদী প্রকল্প আছে। রামিজ রাজা সৌরভের সঙ্গে কথা বলতে চাইলেও BCCI উত্তর কি হতে পারে সেটা ভারতের সাধারণ মানুষও জানেন। তাই ICC টুর্নামেন্টে ও ACC টুর্নামেন্ট ছাড়া যে ভারত-পাকিস্তান ক্রিকেট দেখার সম্ভাবনা আপাতত নেই, সেটা পরিস্কার।