ভগবানগোলায় হচ্ছেনা কলেজ! জানালেন মুখ্যমন্ত্রী

bhagwangola

হাসানুজ্জামান, ভগবানগোলাঃ

ভোটের আগে একাধিক সভাতে ভগবানগোলাবাসীকে একটি জেনারেল ডিগ্রি কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বামেদের হাত থেকে বিধানসভা আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। ভগবানগোলা একটি বিধানসভা হিসেবে শিক্ষা সংস্কৃতি চর্চার দিক থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের টালবাহানায় বরাবরই পিছিয়ে রয়েছে। ছাত্র ছাত্রীদের দূরবর্তী কলেজে পড়াশুনো করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। কোন কোন পরিবার আবার উচ্চমাধ্যমিকের পর তাদের মেয়েদের দূরে পাঠাতে নারাজ হওয়ায় বাল্যবিবাহের রাস্তা বেছে নেয়। তবে বহরমপুরে প্রশাসনিক বৈঠকে ভগবানগোলাতে কলেজ এখন হবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ফলেই একরাশ হতাশা এলাকাবাসীর। অথচ রাজ্যে ৪৬ টি কলেজ হচ্ছে। সম্প্রতি মালদা জেলায় দুটি ডিগ্রী কলেজ ও একটি আইন কলেজের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কিন্তু বার বার বঞ্চনার শিকার দুটি ব্লক নিয়ে গঠিত ভগবানগোলা বিধানসভার ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ। গত বিধানসভায় কলেজের দাবি করেছিল এলাকাবাসী। সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন ইদ্রিশ আলি। অথচ সেই কলেজের স্বপ্ন এখন বিশবাঁও জলে।

4 thoughts on “ভগবানগোলায় হচ্ছেনা কলেজ! জানালেন মুখ্যমন্ত্রী

  1. এটি সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াস। ভগবানগোলাকে পিছিয়ে রাখতে সকলের ভূমিকা অনস্বীকার্য।

  2. হ্যা, অনেক কথাই বললেন কিন্তু শিক্ষা, শিক্ষিত পড়ুয়া দের বিষয়ে কোনো কথাই বলেননি সেদিন । কিছু বলার নেই চিন্তা ভাবনা টাই অন্য রকম.

Comments are closed.