জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ব্যক্তি নয় কোম্পানির থেকে টাকা চায়, দাবিতে সরব কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাসপন্ডের কাজ বন্ধ করে কোলাঘাট থানায় বিক্ষোভ দেখালো শ্রমিকরা। গত দুদিন আগে আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি (INTTUC) পরিচালিত শ্রমিক সংগঠনের অ্যাসপন্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির কার্যকরী সভাপতি হন টুটুল মল্লিক। নতুন কমিটি গঠনের দুই দিন পরেই শ্রমিকরা কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখান। শ্রমিকদের আভিযোগ- আজ সকালে ছাই খাদানে কাজে যোগ দিতে গেলে তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। তাদের দাবি এবার থেকে তাদের সরাসরি নিজেদের প্রাপ‍্য টাকা কোম্পানি থেকে দিতে হবে কোনো ব‍্যক্তির হাত থেকে দেওয়া যেন না হয়। এইসব বিষয়কে সামনে রেখে তারা কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখায়। অ্যাসপন্ডের কার্যকরী সভাপতি টুটুল মল্লিক বলেন -“আমিও চাই শ্রমিকরা কোম্পানি থেকে সরাসরি টাকা হাতে পাক। কোনো ব‍্যক্তির থেকে নয়।” যদি এই মুহূর্তে অ্যাসপন্ডের কাজ স্বাভাবিক হয়েছে।

বিক্ষোভরত শ্রমিক। নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র