জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এখন তার কাছে সব ম্যাচই ফাইনাল, বলছেন বাগান কোচ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

একসময়ে এটিকে মোহনবাগানের চলতি আইএসএলে প্রথম চারে থাকা দিবাস্বপ্ন মনে হচ্ছিল। একের পর এক ড্র ও হারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল গঙ্গাপাড়ের ক্লাবের। কিন্ত আন্টেনিও লোপেজ হাবাসের জায়গায় জুয়ান ফেরান্দো কোচ হয়ে আসায় দলের চিত্র বদলে যায়। এখন মোহনবাগান পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে। গত নর্থ ইস্ট ও হায়দ্রাবাদ এফসি ম্যাচ জিতে তো আত্মবিশ্বাস মগডালে। তবুও নিজের প্রাক্তন দল এএফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে সতর্ক বাগান কোচ। তিনি জানাচ্ছেন,”আমাদের দলের সবাই সব সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকে। কে ২০ বছর বয়সি বা কার ১৯, এ সব নিয়ে এখন আর ভাবার উপায় নেই। প্রত্যেককেই তৈরি থাকতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি খুশি, প্রত্যেকেরই শেখার আগ্রহ আছে এবং প্রত্যেকেই ভাল ফুটবল খেলতে চায়। এখন আর খেলোয়াড়দের বয়স নিয়ে ভাবলে চলবে না। কে কী রকম খেলছে, কার মানসিকতা কী অবস্থায় রয়েছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।” নিজের প্রাক্তন দল এফসি গোয়াকে নিয়ে জুয়ান জানাচ্ছেন,”এফসি গোয়ার পারফরম্যান্স খুবই ভাল। ওদের দলটা সব দিক দিয়ে খুবই ভাল খেলছে। সেরা চারে থেকে শেষ করার সম্ভাবনাও রয়েছে ওদের। ওরা ছন্দে রয়েছে। আমি শুনলাম ওদের শিবির এখন খুবই সুখের। তবে আমাদের নিজেদের খেলায় ফোকাস করতে হবে, যাতে তিন পয়েন্ট পাওয়া যায়। ওদের নাম্বার নাইন উদান্ত সিংয়ের কথা বলতেই হবে। ওদের দলের সবচেয়ে বড় শক্তি বলা চলে। তবে ওরা দল হিসেবে খেলে ও প্রস্তুতি নেয়, এটাই সবচেয়ে বড় ব্যাপার।” লিস্টন কোলাসো একের পর এক ম্যাচে গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তাকে নিয়ে সবুজ মেরুন কোচের বক্তব্য,”ও এখন ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সাফল্য পাচ্ছে। তবে এই সাফল্যের মধ্যে একজন খেলোয়াড়ের ভাবা উচিত সে আরও ভাল কী করে করতে পারে। আমাদের দলে এটাই হয়। যে ভাল খেলে, তাকে আরও ভাল খেলার একটা লক্ষ্য বেঁধে দেওয়া হয়। প্রতি ম্যাচে কে কী ভাবে আরও উন্নতি করতে পারে, সেই ব্যাপারে তাদের সাহায্য করা হয়। পরে প্রতি মরশুমে উন্নতির পথও দেখানো হয়।” এএফসি গোয়াকে হারালেই মিলবে শেষ চারের নিশ্চিত টিকিট। জুয়ান কিন্তু এই বিষয়ে সাবধানে পা ফেলছেন।তিনি বলছেন,”আরও ফোকাস চাই। টাইমিংয়ে উন্নতি করতে হবে। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি দরকার, যেগুলো অনুশীলনে করা যায়। কিন্তু আমরা তো বেশি অনুশীলনের সুযোগই পাচ্ছি না। গত চার-পাঁচটা ম্যাচে আমরা গড়ে ৬-৭টা করে শট গোলে রাখতে পেরেছি। এটা খুবই ভাল। এই জায়গা থেকেই উন্নতি করতে হবে। ৫-৬টা গোল পেতে হবে। এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।” গত ম্যাচের মত এএফসি গোয়া ম্যাচেও সন্দেশ ঝিঙ্গাল ও কিয়ানের প্রথম একাদশে থাকার সম্ভবনা কম।