জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এবার এলো ইমামি বার্তা, আগামী বুধবার কি সই!

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দিনের পর দিন পেরিয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গল আর ইমামির মধ্যে কোনো চুক্তি হয়নি। ক্লাব থেকে বরাবর দ্রুত সইয়ের কথা বারবার বলা হয়েছে কিন্তু হয়নি। এবার বার্তা দিল ইমামি। এদিন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল এক বিবৃতিতে জানান,” আমরা কাজ করছি। সবকিছু ঠিক আছে। আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম সেই কারণে সই হয়নি। আমরা চুক্তির খসড়া অনুযায়ী কাজ করছি । আমরা আশা করছি কোচের নাম সই হওয়ার পরেই ঘোষণা হবে এরপরে আমরা ফুটবলারদের নাম ঘোষণা করব।” শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী বুধবার সই হবে। নতুন কোম্পানি গঠনের জন্য গত ক্লাবের তরফ থেকে এনওসি দিয়ে দেওয়া হয়। নতুন কোম্পানিও তৈরী হয়, ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড’ নামে । দুই পক্ষের কর্তারাই আশা করছেন দ্রুত গতিতে এ বার কাজ এগোবে। যাবতীয় কাগজপত্রও তৈরি করা হচ্ছে। চুক্তি প্রক্রিয়া সম্পন্নের জন্য ইমামি কর্তাদের সঙ্গে কথাও চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইস্টবেঙ্গল বাদে বাকি সমস্ত ক্লাব-ই দেশীয় তো বটেই বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলছে। আর সরকারিভাবে এখনও চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় দল গঠনে অনেকটাই পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল । একাধিক কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইমামি গোষ্ঠী। সূত্রের খবর, তিন নয়, পাঁচ জন কোচকে ইতিমধ্যেই শর্টলিস্ট করেছে ইস্টবেঙ্গল। এঁদের মধ্যে কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বিখ্যাত পর্তুগিজ কোচ জর্জে কোস্তা এবং স্টিফেন কনস্টানটাইন। জর্জে কোস্তা এর আগে মুম্বই সিটি এফসিকে কোচিং করিয়ে গিয়েছেন কয়েক বছর আগে। স্টিফেন কনস্টানটাইন ভারতের জাতীয় দলের কোচ ছিলেন টানা সাত বছর। তবে সুনীলদের প্রাক্তন হেড স্যার শুধু আইএসএল কোচিং করাবেন বলে খবর আর কলকাতা লিগ আর ডুরান্ড কাপে সন্তোষ ট্রফি জয়ী কেরালার কোচ ডিনো জর্জকে কোচ করা হবে বলে খবর।