এনএফবি, জলপাইগুড়িঃ
বৃহস্পতিবার জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক কক্ষে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে স্কুলের ছাত্রীদের নিয়ে গঠিত কন্যাশ্রী ক্লাব তার নিজেস্ব ঘর থেকে নানান কর্মসূচি গ্রহণের যাত্রা শুরু করলো। এই নবগঠিত ক্লাবের জন্য নির্দিষ্ট কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নাথানিয়েল সুব্বা ৷
ছাত্রীদের এই কন্যাশ্রী ক্লাবের নানান কর্মসূচির মধ্যে যুক্ত করে সংঘবদ্ধ করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ৷
তিনি বলেন, কন্যাশ্রী ক্লাব সরকারি নির্দেশ মোতাবেক আগেই গঠিত হয়েছে, আজ থেকে এই ক্লাব স্কুলের মধ্যে নির্দিষ্ট ঘর থেকে নানান কর্মসূচি গ্রহণ করে তা পরিচালনা করবে।