জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

কুড়ালের আঘাতে মৃত বৃদ্ধ,আত্মসমর্পণ আদিবাসী যুবকের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আদিবাসী যুবকের হাতে খুন হল পাড়ার পঞ্চাশোর্ধ এক সদ্য দাদন ফেরত আদিবাসী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বংশীহারী গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরীপাড়া ঢেলপির গ্রামে।

জানা গেছে ,বুধবার সকাল ৬: ৩০ নাগাদ লক্ষীরাম হেমব্রম ( ৫৭) কে দা, কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল গ্রামের মিলন বাস্কে ( ২৪) সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাস্থলে লক্ষীরাম হেমব্রমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন ঘটনার পর মূল অভিযুক্ত মিলন বাস্কে কুড়াল সহ থানায় গিয়ে নিজে আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রের খবর। তারপর এই ঘটনাস্থলে পৌঁছায় বংশিহারী থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় লক্ষীরাম হেমব্রমকে তার বাড়ির সামনে থেকে পুলিশ উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ টিকে ওইদিনই ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, গত সাত দিন আগে দাদন থেকে ফিরেছেন লক্ষ্মীরাম হেমব্রম। মঙ্গলবার তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। দীর্ঘদিন থেকে প্রতিবেশী ফাগু বাস্কে ( ৫০) অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। গতকাল লক্ষীরাম হেমব্রম মদ্যপ অবস্থায় বলতে থাকেন ফাগু বাস্কে নাকি বেশি দিন বাঁচবে না, ও খুব শীঘ্রই মারা যাবে । এই কথাগুলি ফাগু বাস্কের ছেলে মিলন বাস্কে মেনে নিতে পারেনি। পরদিন বুধবার সকাল হতেই ফাগু বাস্কের ছেলে সহ কয়েকজন লক্ষ্মীরাম কে তার বাড়ির সামনে মারতে থাকে। দা ও কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। প্রতিবেশীরা সে দৃশ্য দেখলেও ভয়ে কেউ কাছে যেতে পারেনি। কুড়ালের আঘাতে রক্তাক্ত অবস্থায় লক্ষীরাম হেমব্রম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

YouTube player