শুভ অক্ষয় তৃতীয়ায় ভক্তদের ভিড় বর্গভীমা মায়ের মন্দিরে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পৌরাণিক কাল থেকেই এই তিথি শুভ বলে মানা হয়। যে কোনও শুভ কাজের জন্য এই তিথিকে আদর্শ বলে মনে করা হয়৷

গৃহপ্রবেশ, হলকর্ষণ থেকে শুরু করে বিবাহ-এই কাজ গুলির জন্য আদর্শ এই পুণ্যলগ্ন৷ অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷ ফারসি ভাষায়‘হাল’ শব্দের অর্থ হিসেব৷ অর্থাৎ নতুন খাতায় নতুন বছরের হিসেব, এ ভাবেই হালখাতা রীতির উদ্ভব৷ লাল রঙের নতুন খেরোর খাতায় তাঁরা পুরনো ধারকর্জের হিসেব তুলতে চান না৷

নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দেবী বর্গভীমা মায়ের মন্দিরে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীদের নতুন খাতায় লাল রঙের স্ট্যাম্প মেরে পুজো দেন ব্যবসায়ীরা।