জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

পয়লা জুলাই সই লাল হলুদ এবং ইমামি চুক্তিপত্রে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইমামির পাঠানো চুক্তির খসড়া জবাব আগেই দিয়েছিল ইস্টবেঙ্গল ৷ এবার হবে চুক্তিপত্রে সই। আগামী শুক্রবার অর্থাৎ, ১ জুলাই ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা ইমামি গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষর হতে চলেছে। সেদিন ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের দাদার ছেলের বিয়ে সেখানেই হবে সমাধান। সূত্রের খবর ৮০ শতাংশ স্বত্ব নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে ইমামি গোষ্ঠী ৷

এ নিয়ে ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, “চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷ আমাদের দুই তরফে বৈঠক খুব শীঘ্রই হবে ৷’’ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, বিষয়টি শুক্রবারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ৷ তবে, ইস্টবেঙ্গল ও ইমামি কোনও পক্ষই কত শতাংশ স্বত্ব নিয়ে চুক্তি হচ্ছে, তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ৷ এও শোনা যাচ্ছে ৭০ এবং ৩০ শতাংশতে শেষ মুহূর্তে রফা হবে শোনা যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল এফএসডিএল-এর প্রতিনিধি তরুণ ঝুনঝুনওয়ালা উপস্থিত থাকতে পারেন চুক্তিপত্র সইতে ৷ চুক্তি স্বাক্ষর পর্ব মিটলেই দ্রুত দলগঠনের প্রক্রিয়া শুরু হবে ৷ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের তরফে কয়েকজন ফুটবলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রাখা হয়েছে ৷ তাঁদের আগাম চুক্তি করানো রয়েছে ৷ সেই মতো সই করানো হবে ৷ সোমবার দুপুরে ফুটবল সচিব পদ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দেওয়া নিয়ে তুমুল নাটক হয়েছে। তিনি কর্পোরেট কর্তা, ব্যবসার কারণে তাঁকে বিদেশে থাকতে হবে, সেটি জানিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। তারপরেই ক্লাব থেকে সৈকতকে ফোন করে ইস্তফা তুলে নেওয়ার কথা বলা হয়। কারণ এই পরিস্থিতিতে তাঁর মতো কর্তা সরে গেলে সমর্থকদের মধ্যে অন্য প্রভাব পড়তে পারে, সেই হিসেবে তাঁকে অনুরোধ করা হয় থেকে যাওয়ার জন্য। গত দুই বছর ধরে একই রকম নাটক চলছে ইস্টবেঙ্গল ক্লাবে। মুখ্যমন্ত্রীর সাহায্যে আইএসএল খেলা নিশ্চিত হয়েছিল গত দুবার। এবারেও ইমামিকে ইনভেস্টর হিসেবে আনার পেছনে মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য। ২০২০ সালের আইএসএল টুর্নামেন্টের আগে মুখ্যমন্ত্রীর হাত ধরেই শ্রী সিমেন্ট ইনভেস্টর হয়ে এসেছিল লাল-হলুদে। এরপর টানা দুই মরশুমে আইএসএলে ভরাডুবি অবস্থা ছিল ইস্টবেঙ্গলের। ষষ্ঠী দুলে এবং অ্যালভিটো সন্তোষ ট্রফি এবং আই লিগ থেকে বেশ কয়েকজন ফুটবলারকে বাছাই করলেও দলগঠনের অভাবে তাঁরা হাতছাড়া হয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধনে গোপীচাঁদ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)