এনএফবি,মুর্শিদাবাদ :
পুণ্য রথযাত্রার দিনে দুর্গাপূজা উপলক্ষ্যে খুঁটি পূজার আয়োজন করল চুনাখালী সার্বজনীন পুজো কমিটি। শুক্রবার সকালে থিম উন্মোচনের মধ্যে দিয়ে খুঁটি পূজার শুভারম্ভ হয়।
চুনাখালী সার্বজনীন পুজো কমিটির সেক্রেটারি কাঞ্চন মণ্ডল জানিয়েছেন, ৪৩ বছরের এই পুজো। গত দুই বছর ধরে কোভিডের কারণে তারা বড় কোন পুজো করে উঠতে পারেননি। বিগত বছরগুলিতে তারা দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যপূর্ণ মন্দির ও স্থাপত্য তুলে ধরেছিলেন মানুষের কাছে। এবার তাদের চিন্তাভাবনা একটু অন্য ধরণের। এ বছরে তাদের থিম রাজস্থানের শিশমহল। এই রাজস্থানের শিশমহল থিম পুরো কাঁচ দিয়ে সজ্জিত হবে। বিশাল বাজেটের পুজোর ইচ্ছা নিয়ে তারা এই খুঁটি পূজার উদ্বোধন করেন।