এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা,শঙ্করপুর, তাজপুরে ব্যাপক জলোচ্ছ্বাস। পূর্ণিমার কোটালের টানেই এই জলোচ্ছ্বাস হয়েছে। দিঘাতে গার্ডওয়াল টোপকে মেরিন ড্রাইভে সমুদ্রের ঢেউ পৌঁছেগেছে। ১০ থেকে ১৫ ফিট উচ্চতার ঢেউ গার্ডওয়াল টপকে ঢুকে পড়েছে । রাস্তার উপর জল জমেছে। পর্যটকেরা জলোচ্ছ্বাসের আনন্দে মেতে উঠেছে।
অপর দিকে জ্যামরা, শ্যামপুর তাজপুর, শংকরপুরে বেশ কিছু গ্রাম্য এলাকায় জল ঢুকেছে। তবে এই মনোরম সমুদ্রের দৃশ্য উপভোগ করতে কার্যত পর্যটকরা ভিড় জমিয়েছে দিঘা,শঙ্করপুর ও তাজপুর সমুদ্র সৈকতে ৷ তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কর্মরত নুলিয়ারা সর্বদাই তৎপর।