জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

এনআরসি’র নামে আধার কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ১

এনএফবি,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত সয়দকুলুট গ্রামে সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভরতপুর থানার পুলিশ। সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস ও আলী আক্তার নামের ২ ব্যক্তি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আধার কার্ড নেয় এবং তাদেরকে আধার কার্ড দিলে তাদের এনআরসির সমস্ত নথি ঠিক করে দেয়া হবে বলে জানায়। যদিও সেই আধার কার্ডগুলো নিয়ে বিভিন্ন মোবাইলের সিম তোলে ওই দুই ব্যক্তি। ভরতপুর থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের ব্যক্তিকে গ্রেফতার করে। ৪২০, ৪৬৪,৪৭১,১২০ বি আইপিসি ধারায় মামলা রুজু করে মঙ্গলবারের দিন কান্দি মহকুমা আদালতে পেশ করে। ধৃত সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস কে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি ভাস্কর মজুমদার তাকে ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র।