জুলাই 5, 2024
Latest:
শিক্ষা ও কেরিয়ার

দেশের মাটিতেই বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ- ঘোষণা জগদেশের

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়ার সবপ্ন দেখা ভারতীয় পড়ুয়াদের জন্য বড় খবর। বুধবার জাতীয় শিক্ষা সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান এম জগদেশ কুমার এ কথা ঘোষণা করেছেন। এ দিন তিনি জানিয়েছেন, ভারতেই এবার বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির পথে হাঁটছে সরকার। আর পড়ুয়াদের বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে না। তাঁরা দেশের মাটিতেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।
জগদেশ কুমার জানিয়েছেন, খসড়া নিয়মাবলী দু’মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তিনি আরও বলেছেন, “সম্প্রতি আমি বেশ কিছু দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। তাঁদের মধ্যে অনেকেই ভারতে তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে আগ্রহী। আমরাও আমাদের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনছি। সেগুলি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত হোক, বেসরকারি হোক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই হোক না কেন। তারাও যাতে বিদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারে, সেই চেষ্টাই চলছে।”
এদিন পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন নিয়ে তিনি বলেছেন, “আজ, আমরা শিক্ষার্থীদের তাদের নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে কোথাও তাদের ৪০ শতাংশ পর্যন্ত ক্রেডিট করার অনুমতি দিয়েছি এবং এর সমান্তরালে আমরা অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটও তৈরি করেছি। শীঘ্রই, আমরা এমন কিছু পরিবর্তনও আনতে যাচ্ছি যা আমাদের দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়কে ইউজিসি-এর কোনও অনুমতি ছাড়াই অনলাইন প্রোগ্রাম অফার করতে সক্ষম করবে।”
উল্লেখ্য, সর্বভারতীয় এক ইংরেজি দৈনিক সংবাদপত্র দু’দিন ব্যাপী এই শিক্ষা সম্মেলনের আয়োজন করেছে। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রকের আধিকারিকরা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। প্রথম দিন জাতীয় শিক্ষানীতির প্রথম বর্ষপূর্তিতে তার প্রভাব এবং প্রণয়নের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইউজিসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ শিসোদিয়ারা অংশ নেন।