জুলাই 3, 2024
Latest:
জেলা

আইন সংশোধনের বিরোধিতা, রাজ্যে আমলাদের সম্মান নিয়েও প্রশ্ন অধীরের

এনএফবি, মুর্শিদাবাদঃ

আইএএস ও আইপিএস নিয়ে রাজ্যের সাথে কেন্দ্রের বিতর্ক দীর্ঘদিনের। এবারে সেই বিষয়েই মুখ খুললেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী

আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওরা চাইছে আইএএস আইপিএস আমাদের কন্ট্রোলে থাকুক। আইন অনুযায়ী এটা অল ইন্ডিয়া সার্ভিস। রাষ্ট্রপতি তাদেরকে অ্যাপয়নমেন্ট দেয়, কিন্তু ক্যাডার হিসেবে যখন তারা রাজ্যে যায় তখন সেখানে তাদের দায়িত্ব রাজ্যকে সার্ভিস করা। রাজ্যকে সার্ভ করা। সেখানে তারা কোথায় পোস্টিং হবে, ট্রান্সফার হবে এই গুলো ঠিক করে রাজ্য। কেন্দ্র যদি মনে করে এই অধিকার আমি দেবনা, আইনে বলতে পারে যে হ্যাঁ দেব না। কিন্তু দেশটা শুধু রুলে চলে না, দেশে একটা কনভেনশন আছে নিয়ম আছে।”

YouTube player

অধীর বাবু বলেন, “ভারতবর্ষের সব রাজ্যের আইএএস, আইপিএস দিল্লির কথা শুনে চলুক । মোদি আর অমিত শাহর কথা শুনে চলুক এই চাইছেন।”

আরও পড়ুনঃপাশে নেই দল, বহিষ্কৃত দুই শ্রমিক নেতা

একইসঙ্গে,”পশ্চিমবঙ্গের প্রশাসনকে ক্রীতদাস বানানোর চেষ্টা করা হয় সরকারি ক্ষমতার দৌলতে। কারণ একটা অফিসারের কেরিয়ারের যে অগ্রগতি, সেটা নির্ভর করে রাজ্যে এসে গেলে রাজ্য সরকারের হাতে। সেই জায়গাটায় তারা মনে করে, রাজ্য সরকারের কথা শুনে চললে আমার কেরিয়ার ঠিক থাকবে। রাজ্য সরকার সেই সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের আইএএস,আইপিএসকে তারা ক্রীতদাস বানিয়ে রাখার চেষ্টা করে।” বলেছেন বহরমপুর সাংসদ।