জুলাই 5, 2024
Latest:
রাজ্য

বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকের ধাক্কা,প্রাণে বাঁচলো শুভেন্দু

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শুভেন্দু অধিকারী। ট্রাকের চালক সহ খালাসি পলাতক।

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়কের কনভয়ে কি করে দ্রুত গতিতে ট্রাক ঢুকলো এবং ধাক্কা মারলো তা নিয়ে ধন্দে পুলিশ। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে তমলুকের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় মারিশদায় একটি ট্রাক বেপোরোয়া ভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে। তবে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেও আপাতত সুস্থ রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনের গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক,তবে ট্রাকের চালক ও খালাসি দুজনেই পলাতক।
নিছক দুর্ঘটনা না কি প্রাণ নাশের চেষ্টা, তা তদন্ত করছে পুলিশ। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র

দুর্ঘটনার প্রতিক্রিয়ায় বিধায়ক তাপসী মন্ডল বলেন যে, ” বিরোধী দলনেতাকে খুন করার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। রাজ্য সরকারের কাছে সমস্ত তথ্য ছিল, শুভেন্দু বাবু কখন যাতায়াত করে কোন ধার দিয়ে যায়। কারণ শুভেন্দু বাবুর কনভয়ে প্রথমে থাকে রাজ্য সরকারের পুলিশ। এটা দুর্ঘটনা নয়। পরিকল্পনামাপিক খুনের চক্রান্ত। তাই আমি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তদন্তের দাবি করছি।”

শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। নিজস্ব চিত্র

তমলুকের মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবীর বিঘ্রোহে আরতি করেন, মন্দির চত্বরে ঝাড়ু হাতে পরিষ্কার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আজকে দুর্ঘটনার বিষয়ে তিনি কোন কথাই বলতে চাননি,বলেননি কোন রাজনৈতিক বিষয়ে। আজকে শুধু জয় জগন্নাথ ধ্বনি দিয়ে তিনি তমলুক থেকে বেরিয়ে অন্যত্র চলে যান।

তাপসী মন্ডল, বিধায়ক। নিজস্ব চিত্র