জুলাই 8, 2024
Latest:
রাজ্য

তন্তুজের উদ্যোগে তাঁতবস্ত্র সংগ্রহ শিবিরের আয়োজন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আসন্ন শারদীয়ার আগে গঙ্গারামপুরের তাঁতীদের থেকে কাপড় কেনার উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার।তাঁতীদের থেকে কাপড় কেনার লক্ষ্যে “তন্তুজের” উদ্যোগে তাঁতবস্ত্র সংগ্রহ শিবির অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে।

ঠেঙ্গাপাড়ায় অবস্থিত তাঁতহাবে অনুষ্ঠিত হয় এদিনের এই তাঁতবস্ত্র সংগ্রহ শিবির।যেখানে হাজির ছিলেন “তন্তুজের” ওএসডি মার্কেটিং শুভব্রত বন্দ্যোপাধ্যায়,মার্কেটিং অফিসার রথীন ঘোষ,অ্যাসিস্টেন্ট মার্কেটিং ম্যানেজার ফজলুর রহমান সহ অন্যান্যরা । এদিনের এই শিবির থেকে তাঁতীদের কাপড়ের গুণগত মান খতিয়ে দেখেন সংস্থার কর্মকর্তারা ৷

নিজস্ব চিত্র

এদিকে “তন্তুজের” আধিকারিকদের কাছে পেয়ে ডিজাস্টার শাড়ি কেনার সময়সীমা বাড়ানোর দাবি তুললেন গঙ্গারামপুরের তাঁতীরা। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার কুটির শিল্প গুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের তাঁতশিল্প।করোনা আবহে গত দেড় বছরে কমেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ির চাহিদা। যার কারণে বন্ধ হতে বসেছে গঙ্গারামপুরের তাঁতশিল্প।ইতিমধ্যে পেশা বদল করেছেন অনেকেই। এমতো অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছিল গঙ্গারামপুরের তাঁতশিল্পীরা।তাঁতীদের হাল ফেরাতে গত কয়েকদিন আগে গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাঁতীদের সাথে কথা বলেন তৎকালীন জেলা শাসক আয়েশা রানী এ। এরপরেই রাজ্য সরকাররের উদ্যোগে তন্তুজ গঙ্গারামপুরের তাঁতীদের কাছ থেকে কাপড় কেনার উদ্যোগ গ্রহণ করে।