জুলাই 5, 2024
Latest:
জেলা

বিশ্ব স্বাস্থ্য দিবসে মেদিনীপুরে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা সভার আয়োজন

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

৭ই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস৷ ডব্লিউএইচও ( WHO)সংস্থা ১৯৪৮ সাল থেকে আজকের দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে গোটা বিশ্ব জুড়ে। এই দিন মেদিনীপুর শহরের নামকরা এক হাসপাতালে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভার।

উক্ত সভার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর শহরের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া । উপস্থিত ছিলেন সংস্থার ডাইরেক্টর ডাক্তার সন্ধ্যা মণ্ডল ধাড়া এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার রমেন সাহু, সমাজসেবী গোপাল সাহা ও অরুণ বাইরি সহ হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ ও সমাজের নানা স্তরের মানুষজন ও গ্রামীণ চিকিৎসক বৃন্দ। এবারের ডব্লিউএইচও – র স্বাস্থ্য দিবসের মূল থিম আওয়ার প্ল্যানেট, আওয়ার হেলথ।
অনুষ্ঠানের শুরুতেই ডাঃ সন্ধ্যা মণ্ডল ধাড়া স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ও কি ভাবে সুস্থ থাকা যাবে তা নির্ধারণ করে দেন। সমাজসেবী গোপাল সাহা ওনার বক্তব্যে লক ডাউনের সময় কি ভাবে মানুষজন বেঁচে ছিলেন সেটা ব্যাখ্যা করে তার সাথে স্বাস্থের কি সম্পর্ক সেটা বুঝিয়ে বলেন।

এদিন ,ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া তার বক্তব্যে শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক ভাবেও কি ভাবে সুস্থ থাকতে হবে তা আলোচনা করেন। আজকের অনুষ্ঠান একটি বিশেষ গঠন মূলক অনুষ্ঠান হিসেবে পরিলক্ষিত হয়।