হেদায়েত নগরে কৃষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন

এনএফবি,আলিপুরদুয়ারঃ

জটেশ্বরের হেদায়েত নগরে কৃষকদের হাতে কলমে বীজ উৎপাদন ও সংরক্ষণের প্রশিক্ষন প্রদান সম্পন্ন হল বুধবার। ফসল বোনার আগে অনেকসময় বীজের হাহাকার দেখা দেয়। ভুল বীজ কিনে প্রতারিতও হন কৃষক মহল।

তবে নিজেদের তৈরি বীজ নিজেরাই সংরক্ষণ করে ফসল উৎপাদন করলে একদিকে প্রতারিত হওয়ার সম্ভবনা কম অন্যদিকে বীজ কিনতে মোটা টাকা খরচও করতে হবেনা কৃষকদের। সেই বিষয় নিয়েই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কৃষকদের এই প্রশিক্ষন শিবিরের উদ্যোক্তা ছিলেন কৃষক রত্ন স্বপন ভদ্র। কৃষকদের ধানের বীজ সংরক্ষণের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিভাগের অধ্যাপক ডঃ বিধান রায়, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কৃষক রত্ন স্বপন ভদ্র সহ জটেশ্বর হেদায়েতনগরের ৪০ জন কৃষক।

এদিন কৃষকদের হাতে কলমে বীজ উৎপাদন ও সংরক্ষণের বিষয়টি বুঝিয়ে দেন অধ্যাপক ডঃ বিধান রায়। এই শিবিরে আলোচ্য বিষয় কৃষকদের অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।