জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

নেউলের আক্রমণে কাহিল বিষধর সাপ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

কথায় আছে সাপ নেউলের যুদ্ধ। এই প্রবাদ বাক্যটি দীর্ঘদিন থেকেই শুনে আসছেন সকলেই। কিন্তু বাস্তবে তা খুব একটা দেখা যায়না। তবে আজ সেরকমই সাপে নেউলের লড়াই দেখলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বারুনি ঘাট এলাকার বাসিন্দারা। সোমবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় গ্রামের পাশে একটি গাছের তলায় সাপ আর নেউলের দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ চলছে। গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছালে নেউলটি পালিয়ে যায়। কিন্তু বিষধর সাপটি নেউলের আক্রমণে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওই এলাকার গ্রামবাসীরা সেই ক্ষত বিক্ষত সাপটিকে জল দিয়ে সুস্থ করে। সাপটি সুস্থ হওয়ার পর আবার ধীরে ধীরে গাছের গোড়া দিয়ে পালিয়ে যায়। এমন দৃশ্যে হতভম্ব গ্রামবাসীরা।