অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০ বছর আগে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই সম্ভবনার উপর ভিত্তি করেই এবার ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। এমনই গবেষণা উঠে এলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষণায়। সেই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গবেষণা করে জানালেন সেমিফাইনালে দেখা মিলবে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিল জিতবে। আরেক সেমিতে বিশ্বকাপের শিরোপাধারী ফ্রান্স হার মানবে বেলজিয়ামের কাছে। ফাইনাল হবে ব্রাজিল-বেলজিয়ামের মধ্যে। আর তাতে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ। বাকি ৩৮.৭ শতাংশ জয়ের সম্ভাবনা বেলজিয়ামের। আর ষষ্ঠবার কাপ জিতবে ব্রাজিল।
গবেষণায় আরও বলা হচ্ছে, প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে সেনেগাল, কাতার, ওয়েলস, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তিউনিসিয়া, জাপান, কোস্টারিকা, কানাডা, মরক্কো, সার্বিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া ও ঘানা। এখন দেখার গবেষণা সঙ্গে কতটা মেলে খেলার মাঠের ফলাফল।