এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
জেলা জুড়ে পান চাষিরা আন্দোলনে নামলো।আন্দোলনকারীদের অভিযোগ, পানের আড়তে চাষিদের গুছিতে অতিরিক্ত পান দিতে হয়। যেখানে গুছি হিসাব করা হয় ৫০টিতে একটি গুছি। সেখানে কিছু চাষিদের কাছে ২০০ থেকে ২৫০তে একগুছি ধরে বিক্রি করতে হতো। এর ফলে চাষিরা চরম ক্ষতির শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি তৈরী করে এর বিরুদ্ধে সোমবার থেকে আন্দোলনে নামে।
তাদের দাবী মিঠা পান গুছিতে ১০০ এবং বাংলা পান গুছিতে ৬০টির বেশি নেওয়া যাবে না। মূলত বর্তমান দুর্মূল্য বাজারে কীটনাশকের দাম ও আন্যান্য জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ার কারনে ক্ষতির শিকার হচ্ছেন রাজ্য-সহ জেলার পান চাষিরা। আর এই আন্দোলনে জেলার বিভিন্ন জায়গার মতো মেছেদা পান বাজারে পান আড়তদার ও পান চাষিদের মধ্যে একপ্রস্থ বিক্ষোভ হয়।পানচাষিদের এই দাবী না মানলে বৃহত্তর আন্দলোনে নামার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি।