জুলাই 3, 2024
Latest:
জেলা

বৃষ্টির দেখা না মেলায় সমস্যায় কেশপুরের ধান চাষিরা

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

শ্রাবণ মাসের শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই তেমনভাবে। আর তাতেই মাথায় হাত পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুরের ধান চাষিদের।

অনেক সময় দেখা গেছে সঠিক সময়ে চাষিরা ধান গাছ রোপন করতে না পারায় ফলনও তেমন হয়নি ৷ অবশেষে নলকূপের জল সরবরাহ করে চাষের জমিতে দিয়ে ধান গাছ রোপনের কাজ শুরু করলেন কেশপুরের চাঁদপুর এলাকার কৃষকরা। তবে তাদের বক্তব্য বৃষ্টির জল না হলে এইভাব ধান চাষ করাটা কার্যত অসম্ভব হয়ে উঠবে। কারণ খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে কি তার সঠিক মূল্য মিলবে,তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে চাষিদের মনে ৷