জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এশিয়া কাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান। আগামী ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগেই দল ঘোষণা করলো তারা। পাশাপাশি নেদারল্যান্ডসের আসন্ন সফরের জন্যও তারা দল ঘোষণা করল। দুই দলেরই অধিনায়ক রাখা হয়েছে বাবর আজমকে।এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মুহম্মদ ওয়াসিম জানালেন, “আমরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিবর্তন করেছি। কোচ অধিনায়কের সঙ্গে কথা বলে দল করেছি।” পাক পেসার হাসান আলি দুটো দলেই নেই সেই বিষয়ে পাকিস্তান নির্বাচক প্রধান জানান,হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে এবং তার জায়গায় নেওয়া হয়েছে নাসিম শাহকে। নাসিম এক্সপ্রেস ফাস্ট বোলার এবং ফাস্ট বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে পারে, যা হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শাহনাওয়াজ থাকায় আরও শক্ত হবে । নাসিম আগে সাদা বলের ক্রিকেট খেলেনি , কিন্তু সে লাল বলের মাধ্যমে প্রমাণ করেছে যে সে ভালো গতি এবং নিয়ন্ত্রিত সুইংসহ আক্রমণাত্মক বিকল্প হতে পারে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ্‌ শফিক, ফাখার
জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও জাহিদ মেহমুদ।

এশিয়া কাপ ২০২২-এর জন্য পাকিস্তানের টি-২০ স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির। আগামী ২৭ অগস্ট শুরু এশিয়া কাপ। ফাইনাল ১১ সেপ্টেম্বর। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি ২০ বিশ্বকাপের আসর। সে কথা মাথায় রেখেই এশিয়া কাপও হবে টি ২০ ফরম্যাটেই। প্রতিযোগিতা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে সে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কটের জেরেই স্থানান্তরিত হয়েছে প্রতিযোগিতা।