জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেল পাকিস্তান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুটো টি টোয়েন্টিতে হার। সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত, তারই মাঝে আরও একটা ধাক্কা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবার টপকে গেল ভারতকে। আইসিসির একদিনের র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে চার নম্বরে উঠে এল পাকিস্তান। সোমবারই ক্রম তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানেই এক পয়েন্টে ভারতকে পিছনে ফেলে এবার চার নম্বরে উঠে এল পাকিস্তান। পাঁচ নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া।

সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল পাকিস্তান। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে পাক শিবির। বিশেষ করে পাক অধিনায়ক বাবর আজম। তাঁর হাত ধরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। রবিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ হয়েছে একদিনের সিরিজ। সেই সিরিজের পর আইসিসির তালিকায় অনেকটা ওপরে উঠে আসল পাক বাহিনী। শুধু ওপরেই উঠে আসা নয়। সেইসঙ্গে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের থেকে এক ধাপ পিছিয়েও পড়ল ভারত।পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ শুরু হওয়ার আগে ১০৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিল ভারত। পাকিস্তান অনেকটাই পিছিয়ে ছিল ভারতের থেকে। ১০২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিলেন বাবর আজমরা। কিন্তু তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ান ব্রিগেডকে একেবারে হোয়াইট ওয়াশ করে দিয়েছে পাকিস্তান। আর পাক শিবিরের এই সাফল্যের নেপথ্য নায়ক যদি বাবর আজমকে বলা হয়ে থাকে তবে হয়ত খুব একটা ভুল করা হয়না।