জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

আইরিশ সিরিজের নেতা পান্ডিয়া

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জল্পনাটা চলছিলই, অবশেষে সেটাই হল। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পড়ল হার্দিক পান্ডিয়ার ওপরই। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলা দুটো টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ভারতীয় দলের নির্বাচকরা। আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই হার্দিক পান্ডিয়ার তত্ত্বাবধানে নামবে ভারতীয় দল। অবশেষে এবারই ভারতীয় শিবিরে সুযোগ পেলেন রাহুল ত্রিপাঠি। ১৭ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

চোট-আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ফের ভারতীয় দলে এসেছেন তিনি। আইপিএলের পর দেশের জার্সিতেও ভালই পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক। এখনও অবশ্য তিন ম্যাচ বাকি রয়েছে। এরপরই আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। তবে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নয়। আয়ারল্যান্ডে, প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের কোচিংয়েই খেলতে নামবে টিম ইন্ডিয়া।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। সম্পূর্ণ সুস্থ হয়েই ফের মাঠে ফেরার জন্য ভারতীয় দল থেকে কয়েকদিনের জন্য বিরতি চেয়ে নিয়েছিলেন হার্দিক। প্রায় ছয় মাস পর আইপিএল দিয়েই বাইশগজে প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েই ফের বাইশগজে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া।

সকলের চোখই ছিল তাঁর দিকে। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই নিজেকে এবার প্রমাণ করেছেন তিনি। শুধু তাই নয় অধিনায়ক হিসাবেও সকলের নজর কেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারই আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল গুজরাত টাইটান্সের। প্রথমবারই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। এছাড়া গুজরাত টাইটান্সের হয়ে এবার আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানও করেছেন তিনি। তিনি করেছিলেন ৪৮৭ রান।

এরপরই ভারতীয় দলে ফের ডাক পান হার্দিক পান্ডিয়া। আইপিএলের পর থেকেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে। এবারও বোর্ডও হার্দিকের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলছে ভারত। নেতৃত্বে ঋষভ পন্থ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। সেই জায়গায় উইকেট কিপার হিসাবে থাকছেন দীনেশ কার্তিক। একইসঙ্গে ভারতীয় শিবিরে ফিরছেন সঞ্জু স্যামসনও। চোট সারিয়ে ফিরেছেন সূর্যকুমার যাদব।

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজে অনেকেই রাহুল ত্রিপাঠির নাম না দেখে খানিকটা হলেও হতবাক হয়েছিল। সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রাহুল ত্রিপাঠি। আয়ারল্যান্ড সিরিজেই প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১৭ সদস্যের দল


হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)

ভুবনেশ্বর কুমার ( সহ অধিনায়ক)

ঈশান কিষাণ

ঋতুরাজ গায়কোয়াড়

সঞ্জু স্যামসন

সূর্যকুমার যাদব

ভেঙ্কটেশ আইয়ার

দীপক হুডা

রাহুল ত্রিপাঠি

দীনেশ কার্তিক (উইকেটকিপার)

যুজবেন্দ্র চাহাল

অক্ষর পটেল

রবি বিষ্ণোই

হর্শল পটেল

আভেশ খান

অর্শদীপ সিং

উমরান মালিক

জুন মাসের শেষেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলার পরই আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন হার্দিক পান্ডিয়ারা।