জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

স্বভূমে পুরোনো ছন্দে পরেশ

এনএফবি, কোচবিহারঃ

পরপর তিনদিন সিবিআই জেরার সম্মুখীন হয়ে অবশেষে আজ মেখলিগঞ্জে ফিরলেন মন্ত্রী পরেশ অধিকারি। এদিন মেখলিগঞ্জে ফিরতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী পরেশ চন্দ্র আধিকারি। এদিন মন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য মেখলিগঞ্জ ও হলদিবাড়ি থেকে কর্মী সমর্থকরা আসেন। মেখলিগঞ্জের দলীয় নেতৃত্বরা মন্ত্রীকে মালা পরিয়ে সংবর্ধনা জানান মন্ত্রীকে। এরপর এদিন মেখলিগঞ্জ নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হল ঘরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী বলে জানা যায়।

পরপর তিনদিন সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এরপর গত কয়েকদিনের টানাপোড়েন। কলকাতার এমএলএ হস্টেলেই ছিলেন তিনি। আর মঙ্গলবার বাগডোগরা হয়ে সটান একেবারে মেখলিগঞ্জ। তাঁর নিজের কেন্দ্র। আর পরেশ অধিকারী মেখলিগঞ্জে পৌঁছতে একেবারে পুষ্পবৃষ্টি শুরু করে দেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। আর গত কয়েকদিনের জেরার ধকল সামলে পরেশ অধিকারীও একেবারে যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে ঘুরলেন এলাকায়।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিতে নাম জরায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারির। মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন কন্যা অঙ্কিতা আধিকারি। আদালতের নির্দেশে মেয়ের চাকরি গিয়েছে। বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূলের নেতৃত্বও এনিয়ে যথেষ্ট অস্বস্তিতে। কিন্তু মেখলিগঞ্জে অবশ্য অন্য ছবি। এদিন সেখানে মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীদের একাংশ। আর খাসতালুকে মন্ত্রী পা দিতেই উচ্ছ্বাস দেখা দেয় কর্মীদের মধ্যে। হলদিবাড়ি শহরের দুর্গামন্ডপের রাধাগোবিন্দ মন্দিরে তিনি পুজো দেন। এরপর হলদিবাড়িতে পরেশ অধিকারীকে বাইক মিছিল করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়িতে যান তিনি। যদিও সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী।

YouTube player

কর্মী বৈঠকে মন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। পাশাপাশি সিবিআই তলব সহ এই পরিস্থিতিতে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তার পাশে না থেকে পাল্টা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিষয়ে এদিন স্পষ্ট করে জানান, কে পার্টির আসল লোক কে নকল লোক সেটা দেখা হবে। তিনি এদিন অডিও করে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জানান, “কোন চিন্তা নাই আইনের কাজ আইন করবে, আগামী কাল থেকে দলের কাজে সব জায়গায় যাবো। এই কয়দিনে দেখা গেল কে পার্টির আসল লোক কে নকল লোক। কর্মীদের তিনি বার্তা দেন সিবিআই বিষয়ে কোন চিন্তা নেই, এখন আর কলকাতা যাবার কোন প্রয়োজন নেই।