জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

জামিনের অনুরোধে আদালতে চোখে জল পার্থর

এনএফবি,কলকাতাঃ

শুনানির সময়ে বিচারকের সামনে কেঁদে ফেললেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অনেকদিন ধরেই সংশোধনাগারে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তৃতীয় বার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন পার্থ-অর্পিতা। সওয়াল জবাবের সময়ে বিচারকের সামনে কেঁদে ফেলতে দেখা যায় প্রাক্তন মন্ত্রী সহ অর্পিতাকেও।

পার্থর আইনজীবীর তরফে এদিন তাঁর জামিনের জন্য সওয়াল করা হয়। পার্থ ভার্চুয়ালি এদিন আদালতে সওয়াল করেন, “আমার বাড়িতে ৩০ ঘণ্টারও বেশি ছিল ইডি। কিছু পায়নি। আমি একজন জনপ্রতিনিধি।” কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, ” আমিও আইনজীবী। এলএলবি ডিগ্রি আছে।”বিচারক পার্থ চট্টোপাধ্যায়কেই সরাসরি প্রশ্ন করেন, “আপনি কি জামিন চাইছেন?” পার্থর সরাসরি জবাব, “স্যার দয়া করুন। স্যার দয়া করে আমাকে শান্তিতে বাঁচতে দিন।” ঠিক এই সময়েই কথাটা বলার সময়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় আদালতে এদিন তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও তথ্য দিয়েছেন। সওয়াল করে বলেন, “আমি ইকোনমিক্সে অনার্স। পিএইচডি। স্কলারশিপ পেয়েছিলাম। দীর্ঘদিন মন্ত্রী ছিলাম। তার আগে বিরোধী দলনেতা ছিলাম। কেউ আমার সম্পর্কে এরকম অভিযোগ করেনি ৷ আমি রাজনৈতিক চক্রান্তের শিকার ।”