মুর্শিদাবাদ, এনএফবিঃ
ফের পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টা নাগাদ হরিহরপাড়া গোপালনগর পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। দ্রুত গতিতেই ছুটছিল যাত্রীবোঝাই বেসরকারি বাসটি। রাস্তার স্পিড ব্রেকার না ধরায় দ্রুত গতিতে ছোটার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশের একটি গাছে ধাক্কা মারে বাসটি। ঘটনার পরেই আতঙ্কে বাস থেকে নামতে শুরু করেন যাত্রীরা। ছুটে আসেন আশেপাশের স্থানীয়রা।যাত্রীদের বাস থেকে উদ্ধার করে তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ৩ জন বাস যাত্রী জখম হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। দুর্ঘটনার জন্য বাসের চালকের গাফিলতির আভিযোগ তুলছেন যাত্রীরা।
এক বাস যাত্রী বলেন, “করিমপুর থেকে বাসে চাপার পর থেকেই চালক ঠিকমতো গাড়ি চালাচ্ছিলেন না।” অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা বলছেন স্থানীয় বাসিন্দারাও।