এনএফবি, নিউজ ডেস্কঃ
ফের নকল মদ পান করে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা বিহারে। এবার ঘটনাটি ঘটছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভূমি নালন্দা জেলার সোহসরাইয়ের ছোট পাহাড়ি এলাকায়। এই ঘটনায় অন্ততঃ চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আরও দুই জন বলে সূত্রের খবর। যদিও ঘটনার কথা স্বীকার করে সংবাদ মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সূত্র এবং মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ খবর জানা গেছে। মৃতরা হল ভাগৌ মিস্ত্রী(৫৫), মন্না মিস্ত্রী(৫৫) ধর্মেন্দ্র (৫০) ও কালীচরণ মিস্ত্রী।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার শিবলী নোমানীর নেতৃত্বে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে সরকারিভাবে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। ২০২১ সালের দীপাবলির সময়, পশ্চিম চম্পারণ, গোপালগঞ্জ, সমষ্টিপুর ও মুজাফফরপুরে নকল মদ করে বিষক্রিয়ায় ৩৬ জনের বেশি ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। ফের সেই একই অভিযোগের পুনরাবৃত্তি হল শনিবার।
"5 people died allegedly due to the consumption of poisonous liquor in Bihar's Nalanda," claims the deceased's families
— ANI (@ANI) January 15, 2022
Details awaited. pic.twitter.com/9yU6XFxmua