জুলাই 8, 2024
Latest:
রাজ্য

বালুরঘাটের মানুষ আর সেই ভুল করবেন না- রাজীব

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সাংসদ হয়ে সুকান্ত মজুমদার বালুরঘাটের কোন উল্লেখযোগ্য উন্নতি করতে পারে নি। সেই লোকটা কি করে একটা বিরোধীদলের নেতা হয়ে এই রাজ্যের উন্নতি করবেন। বালুরঘাটের মানুষ এই লোকটিকে নির্বাচন করে এখন ভুল বুঝতে পেরেছেন।আশা করি বালুরঘাটের মানুষ আর সেই ভুল করবেন না। আজ বালুরঘাটে জেলা তৃনমুলের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তৃনমুলের অন্যতম রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সাংসদের পাশাপাশি তিনি নাম না করে বালুরঘাটের বিধায়কেরও সমালোচনা করে বলেন, উনাকে কেউ দেখতে পায় না। ভোটে দাঁড়াবেন বলে রাতারাতি ভোটার লিস্টে নাম তুলেছিলেন তিনি। এরা হচ্ছে শুধুমাত্র টিভিতে সংবাদপত্রে ভেসে থাকার জন্য নিজেদের কাজের নমুনা তুলে ধরার চেষ্টা করছে৷ আচ্ছে দিন আচ্ছে দিন করে একটিমাত্র ব্র‍্যান্ডকে তারা ভোটের আগে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরেছিল। সেই ফাঁদে পা দিয়েই বালুরঘাটের মানুষ ঠকেছে বলে মন্তব্য করেন।
আজ দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

যদিও জেলা বিজেপি রাজীব বন্দোপাধ্যায়ের তোলা অভিযোগ সরাসরি খন্ডন করে বলেছে, বালুরঘাট লোকসভা আসনটি এবারও যে তারা পাচ্ছে না। সেটা বুঝে গিয়েই উনি এই কথা বলছেন। এছাড়াও আচ্ছে দিন নিয়ে আজ বড় বড় কথা বলছেন তিনি বিধানসভা ভোটের আগে সেই আচ্ছে দিনের উপর ভর করে তৃনমুল ছেড়ে বিজেপিতে ভিড়ে ছিলেন। হেরে গিয়ে ফের ঝাঁকের কই ঝাঁকে মিশে গিয়ে নেত্রীর গুড বুকে থাকার জন্য এসব কথা বলছেন।