জুলাই 8, 2024
Latest:
ফিচারস্থানীয়

মালবাজারে চুরির ঘটনায় উদ্বিগ্ন মানুষ, প্রশাসনিক তৎপরতার দাবি

এনএফবি,মালবাজারঃ

মালবাজার শহরে আবার শুরু হয়েছে চুরির ঘটনা। এই ঘটনায় উদ্বিগ্ন মানুষ ও ব্যবসায়ীরা পুলিশের টহল ও তৎপরতা চাইছে। পুলিশ অবশ্য ইতিমধ্যেই সক্রিয়তা বাড়িয়েছে। আটক করেছে ৩ জনকে।

জানা যায়, গত রবিবার রাতে শহরের ডেইলি মার্কেট এলাকার সুবোধ দত্ত নামের এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা, সিগারেট ও অন্যান্য সামগ্রী নিয়ে চোরেরা পালিয়ে যায়। সুবোধ দত্তের ছেলে বিশ্বজিৎ দত্ত জানান, “আমাদের এখানে প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে নেশার ঠেক গড়ে উঠেছে। পুলিশের নিয়মিত টহল দরকার। পাশাপাশি রাতে পাহারার ব্যবস্থাও দরকার।”
গত বৃহস্পতিবার রাতে ৫ নম্বর ওয়ার্ডের দিলীপ ভট্টাচার্য নামের এক বাসিন্দার জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরের দল। গত শুক্রবার রাতে আবার ডেইলি মার্কেটের ব্যবসায়ী সপু পালের দোকানের দরজা ভেঙে হরলিক্স,ভোজ্য তেল, নগদ টাকা সহ বেশ কিছু জিনিস নিয়ে পালিয়ে যায় চোরেরা দল। সপু পাল জানান, “লাগাতার চুরির ঘটনায় আমরা যথেষ্ট উদ্বিগ্ন। রাতে পুলিশের পাহারার দরকার, না হলে এই ঘটনা আরও ঘটবে।” পর পর চুরির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। নেতাজি কলোনির এক বাসিন্দা জানান, “এর আগেও এরকম চুরির ঘটনা ঘটেছিল। পুলিশের তৎপরতায় সাময়িক থেমেছিল। কিন্তু আবারও কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে।” তবে চুরির ঘটনা ঘটতেই মালবাজার থানার পুলিশ যথেষ্ট তৎপরতা শুরু করে দিয়েছে।

বিশ্বজিৎ দত্ত, ক্ষতিগ্রস্ত

মালবাজার থানার আইসি সুজিত লামা বলেন, “আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।তিনজনকে আটক করা হয়েছে। আশা করছি দ্রুত এই ঘটনার কিনারা করা সম্ভব হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, মালবাজার শহরে গত বছর এরকম চুরির ঘটনা ঘটে ছিল। পরে পুলিশের তৎপরতায় বেশ কিছু চোরাই মাল উদ্ধার হয়।তারপর কিছু দিন চুরির ঘটনা থেমেছিল। আবার চুরির ঘটনায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

YouTube player