এনএফবি, নিউজ ডেস্কঃ
এবার ‘কাঁচা বাদাম’ গানের তালে কোমর দোলালেন সুদূর মার্কিন মুলুকের ড্যান্সিং ড্যাড রিকি পন্ড। বীরভূমের দুবারাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকারের নেহাত পেটের দায়ে গাওয়া এই গান নেট মাধ্যমে প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে এই গান। ইতিমধ্যে কয়েক মিলিয়ন মানুষ এই গান দেখে ফেলেছেন।
আরও পড়ুনঃ প্রতিবন্ধকতা থেকেই শাহীনা পেয়েছেন অনুপ্রেরণা
কাঁচা বাদাম গানের জনপ্রিয়তায় যুক্ত হল নতুন পালক। এমনিতেই রিকি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। সেই তিনি ক্যামেরার সামনে নাচছেন ব্যাকগ্রাউন্ডে বাজছে, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…”। ড্যান্সিং ড্যাডের নাচা সেই গানও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চোখের নিমেষেই। ইতিমধ্যেই তা ৬ লক্ষের বেশিবার দেখা হয়ে গেছে। ৮৫ হাজারের কাছাকাছি লাইক সংগ্রহ করে ফেলেছে। ভিডিও-র ক্যাপশনে লেখা আছে, ‘ এই গানের সঙ্গে নাচার জন্য আমি অনেক অনুরোধ পেয়েছি।‘ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদামের সুনামি এখনও অব্যহত এটা বলায় যায়।
কিন্তু এই জনপ্রিয়তা জ্বরে সত্যিই কী লাভ তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একই প্রশ্ন ছিল ভুবন বাদ্যকারেরও। এমনকি গানের জনপ্রিয়তা থেকে উপার্জনের ভাগ চেয়ে থানায় অভিযোগও করেছিলেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। কিন্তু আদৌ তা কি সম্ভব। না কি নতুন ভাইরাল ভিডিও-র স্রোতে একদিন হারিয়ে যাবে ভুবনের কাঁচা বাদাম- প্রশ্ন থেকেই যায়।