জুলাই 5, 2024
Latest:
জেলা

প্রশাসনের নির্দেশে বন্ধ পিকনিক স্পট, সমস্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে অবস্থিত আয়রা ফরেস্ট। সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই ফরেস্ট। প্রত্যেক বছরই বহু দূর দুরান্ত থেকে শীত পড়তেই পর্যটকদের আগমন ঘটে। চলতি বছর আইরা ফরেস্ট এলাকায় সরকারের পক্ষ থেকে বনভোজন নিষিদ্ধ করা হয়েছে।

উচ্চস্বরে ডিজে বাজানো আগুন জ্বালানো-সহ যেকোনো রকম কার্যক্রম সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এমনটাই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই পিকনিক স্পটে প্রশাসনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে সেই মর্মে। পিকনিকের মরশুমে বহু দূর দূরান্ত থেকে প্রত্যেক দিনই পর্যটকেরা এসে সরকারি নির্দেশিকা জানার পর সেখান থেকে ঘুরে যাচ্ছেন। সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদারেরা আয়রা ফরেস্ট পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় এক দোকানদার উত্তম সরকার বলেন, “বিগত দু’বছর করানোর কারণে পিকনিক বন্ধ ছিল এবার প্রশাসনিক নির্দেশিকা জারি হয়েছে আমরা এলাকার দোকানদারেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়ায়।”