জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

মিড ডে মিলের খাবারে প্লাস্টিক চাল জাতীয় বস্তু উদ্ধার

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ছ নম্বর শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা করমশোলের জিএসএফপি বিদ্যালয়ের মিড ডে মিলের ভাতে প্লাস্টিক চাল জাতীয় বস্তু উদ্ধার হয়। শিক্ষকদের তা নজরে আসতেই বন্ধ করে দেওয়া হয় মিড ডে মিলের খাবার। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। জানা যায়, মিড ডে মিলের খাবারের জন্য স্কুলে মজুদ ছিল চাল। আর সেই চালে প্লাস্টিক জাতীয় চালের মতো দেখতে বস্তু ওই চালের সঙ্গে মেশানো রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আর এই ঘটনার ফলে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।