জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

দুই একটা ম্যাচ খেলা প্লেয়ারও বিরাটের সমালোচনা করছেন বললেন প্রাক্তন পাক ক্রিকেটার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার অফ ফর্মে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন পাকিস্তান উইকেটকিপার কামরান আকমল । রান না পাওয়া বিরাট কোহলির সমালোচনা অনেকে করছেন। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে আকমল জানালেন,‘বিরাট কোহলি অন্য জাতের ক্রিকেটার । প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারেই এমন একটা খারাপ সময় আসে। কিছু প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা হয়তো কম লাগে। অনেকের ক্ষেত্রে সময় অনেক বেশি প্রয়োজন। ওর একটা বড় ইনিংস চাই শুধু। ক্রিকেটের প্রতি ওর আবেগ, বিশ্বাস, সকলের চেয়ে ওকে আলাদা করেছে। ওকে ওর মতোই থাকতে দেওয়া হোক। যে ক্রিকেটার ৭০টি শতরান করেছেন, কি মনে হয়, সে যার তার কথা শুনবে? ওর এই খারাপ সময়ে এমন অনেকেও জ্ঞান দিচ্ছে, যারা হয়তো মাত্র ১-২ দুটি ম্যাচ খেলেছে। কী আর বলব! এসব দেখে হাসি পায়।’ বিরাটের কোথায় সমস্যা প্রাক্তন এই পাক ক্রিকেটার জানালেন , ‘ফুটওয়ার্ক, ব্যাট সুইং, হেড পজিশন, কাঁধ, শট খেলতে সবকিছু গুরুত্বপূর্ণ। প্রতিটা প্লেয়ার নিজে থেকেই নিজের সমস্যা বুঝতে পারে কাউকে লাগে না । ওকে শুধু ইতিবাচক রাখতে হবে। অতীতে নিজের ভালো ইনিংস গুলো নিয়ে ভাবতে হবে । বাইরে থেকে অনেকের অনেক মন্তব্য আসবে। সেই দিকে নজর দিয়ে নিজের ফোকাস হারালে চলবে না। একজন প্লেয়ারই তার সব থেকে ভালো কোচ ।’

এখন ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে গেছে। সেই সফরে বিশ্রামে বিরাট তবে শোনা যাচ্ছে যে আগামী জিম্বাবোয়ে সফরে ফর্ম ফিরে পাওয়ার জন্য বিরাটকে পাঠানো হতে পারে।
আইপিএল থেকে দেশের জার্সি, বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যাহত। সম্প্রতি ইংল্যান্ডেও চূডান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেড়েছিলেন মাত্র ৩১ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি ফিরে গিয়েছিলেন ১১ রানে। দ্বিতীয় ইনিংসে পরাক্তন ভারত অধিনায়ক ফিরে গিয়েছিলেন ২০ রানে। টি ২০ এবং একদিনের ক্রিকেটেও ব্যর্থ হয়েছেন বিরাট। কয়েকদিন আগে কপিল দেবও বিরাট কোহলিকে ভারতীয় টি টোয়েন্টি দল থেকে বসানোর কথা বলেছিলেন। যা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল।
এতকিছুর পরেও সদ্য ইংল্যান্ডে সিরিজ শেষ হয়েছে। সেখান থেকেই একেবারে ইউরোপ ট্যুরে গিয়েছেন বিরাট কোহলি। বিরাট তার স্ত্রী অনুষ্কা শর্মা ছুটিতে বেরিয়েছেন৷