জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

জঙ্গীপুরে জ্বলল প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা

এনএফবি,মুর্শিদাবাদঃ

কিছুদিন আগেই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এরপরই অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলছে আন্দোলন। এমতাবস্থায় কেন্দ্রীয় স্তর থেকে জানানো হয়েছে আগামী দিনে সেনায় জওয়ানদের নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী। নিয়োগের চার বছর পর ৭৫ শতাংশ অগ্নিবীর সেনাদের বাধ্যতামূলক ভাবে অবসর নিতে হবে। বাকি ২৫ শতাংশ সেনাবাহিনীতে নিযুক্ত থাকবে বলেও জানানো হয়। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের সমর্থনে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তাদের দলীয় দপ্তরে নিরাপত্তারক্ষী রাখার সময়ে অগ্নিবীরদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান।

প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। নিজস্ব চিত্র

এই সমস্ত কিছুর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ লালগোলা রোডে পথ অবরোধ ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিক দাহ করা হয়। সংগঠনের তরফে দেবাশীষ রায় জানান, ” চুক্তিভিত্তিক সেনা নিয়োগ চলবে না। অবিলম্বে স্থায়ী ভাবে সেনা নিয়োগ করতে হবে। এবং অগ্নিপথ বিল বাতিল করতে হবে।” পাশাপাশি রেল, সেনা, ব্যাঙ্কেও কর্মী নিয়োগের দাবিতে এদিন সরব হন এই বামপন্থী যুব সংগঠন।

ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ প্রদর্শন। নিজস্ব চিত্র