এনএফবি ,ঝাড়গ্রামঃ
পুলিশ ও বন দফতরের নিষেধ উপেক্ষা করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় শিকার উৎসবে বেরিয়ে পড়েছেন। কিন্তু লালগড় থানার পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে লালগড় থানার বিভিন্ন জঙ্গল এলাকায় নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ জঙ্গলে শিকার করতে যেতে না পারে।
বুধবার বহু আদিবাসী সমাজের মানুষ শিকার উৎসবে গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের একটি জঙ্গলে। কিন্তু পুলিশ ও বন দফতরের কর্মীদের চেষ্টায় তারা শিকার করতে পারেনি। তাদের বুঝিয়ে বাড়ি পাঠায় বন দফতরের কর্মীরা ও লালগড় থানার পুলিশ। পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে প্রচার করা হচ্ছে জঙ্গলে শিকার করতে যাওয়া বেআইনি , জঙ্গলে অনেক পশুপাখি রয়েছে। তাই যারা জঙ্গলে শিকার করতে যাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার করা সত্ত্বেও আদিবাসী সমাজের মানুষ তাদের ঐতিহ্য অনুযায়ী শিকার উৎসবে বেরিয়েছেন। কিন্তু এবার প্রশাসনের আধিকারিক ও কর্মীরা সজাগ থাকায় সেভাবে জঙ্গলে গিয়ে শিকার করতে পারেনি। তাই বুধবার লালগড়ের ধরমপুরের ওই জঙ্গলে গিয়ে শিকার না করে বাড়ি ফিরে যেতে হয় আদিবাসী সমাজের মানুষদের।