জুলাই 5, 2024
Latest:
জেলা

পুলিশ রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছেঃ দিলীপ ঘোষ

এনএফবি , পশ্চিম মেদিনীপুরঃ

“ছবি তুলতে গিয়েছিলেন,ছবি চলে এসেছে পেপারে,এইটুকু চান আর কিছু চান না । নিজের রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে বন্ধ করতে পারেন না আর নাটক করতে ওখানে গেছেন,কোন দরকার নেই”- শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন এলাকায় চা চক্রে যোগ দিতে গিয়ে দিল্লিতে তৃণমূল কর্মীদের আটকানো ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি আরও বলেন,”ওখানকার পুলিশ ডিসিশন নিয়েছেন যত অবৈধ ঝুপড়ি, যত অবৈধ কাজ বাংলাদেশিরা‌ এসে ওইখানে বসে যাচ্ছে। যত দুষ্কৃতী ওখানে জমা হচ্ছিল আর পুলিশ ওদের উপরে শুরু করে দিয়েছে অ্যাকশন। এইটা আমরা পশ্চিম বাংলায় দেখিনা। যারা অন্যায় করে এখানে তাদের সংরক্ষণ দেয়। ওইখানকার পুলিশ কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেয়।” পাশাপাশি রাজ্যে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে এই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন,”আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে এখানে। ভোট জেতানোর জন্য আর সেই দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে এইখানে বিরোধীদের আটকাচ্ছে টিএমসিকে।”

চা চক্রে দিলীপ ঘোষ