কেএলও লিংক ম্যানদের মুক্তির দাবিতে থানা ঘেরাও-এর হুঁশিয়ারি

এনএফবি, জলপাইগুড়িঃ

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন হয়নি। আটক প্রাক্তন কেএলও লিংক ম্যানদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি।

মঙ্গলবার জলপাইগুড়ি বাহাদুর ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রাক্তন কেএলও লিংক ম্যানদের চাকরি, বাহাদুর অঞ্চলে বসবাসকারী ১১০টি পরিবারের জমির পাট্টা-সহ নানান দাবিতে শহরের বুকে মিছিল করে নিজেদের দাবীর পক্ষে সোচ্চার হলো।

আন্দোলনকারীদের পক্ষে জোৎস্না রায় সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরে কিছু প্রাক্তন কেএলও লিংক ম্যানকে চাকরি দেওয়া হলেও অনেকেই আজ পর্যন্ত চাকরি পায়নি। উল্টে বারবার নানান কাগজপত্র চেয়ে আমাদের হয়রান করা হচ্ছে।

জ্যোৎস্না রায়, আন্দোলনকারী। নিজস্ব চিত্র

এছাড়া গত সোমবার রাত থেকে যাদের আটক করে রেখেছে পুলিশ তাদের মুক্তি না দিলে থানা ঘেরাও করা হবে।

অপরদিকে সূত্রের খবর ময়নাগুড়ি থানা এলাকায় তপন অধিকারী-সহ মোট ৯ জন প্রাক্তন কেএলও লিংকম্যানকে সোমবার রাতে পুলিশ বাড়ি থেকে তুলে এনে থানায় আটকে রেখেছে।