জুলাই 1, 2024
Latest:
জেলাফিচার

আসন্ন উচ্চ মাধ্যমিক, জলপাইগুড়ির রাস্তায় আলু বোঝাই যানবাহন সরাতে বার্তা পুলিশের

এনএফবি, জলপাইগুড়িঃ

আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর বিগত কয়েক সপ্তাহ থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখা কে কেন্দ্র করে একদিকে যেমন উঠেছে সিন্ডিকেট রাজের অভিযোগ, অন্যদিকে হামেশাই জাতীয় সড়ক থেকে গ্রামীণ পথ অবরোধ করে চলছে বিক্ষোভ ৷ যার ফলে বিভিন্ন হিমঘরের সামনে আলু বোঝাই যানবাহনের একাধিক লাইনের কারণে যানজট লেগেই আছে।

মাইকিং ৷ নিজস্ব চিত্র

তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলায় চাপ বেড়েছে পুলিশের। আর সেই কারণেই আগামী দিনগুলোতে রাস্তা খোলা রাখার ব্যাপারে স্বয়ং ট্রাফিক ও সির মুখে রীতিমতো হুমকির সুর শোনা গেলো বৃহস্পতিবার। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাতেই মাইকে ঘোষণা করা হচ্ছে ,উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও যদি আলু বোঝাই ট্রাক, ট্রলির কারণে যানজট সৃষ্টি হয় এবং কোনো পরীক্ষার্থী যদি সময় মতো নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারে তাহলে রাস্তা আটকে রাখা গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।