জুলাই 5, 2024
Latest:
জেলা

করোনা সচেতনতায় হুঁশ ফেরাতে রাস্তায় পুলিশ

এনএফবি, মুর্শিদাবাদঃ

হঠাৎ করে করোনাগ্রাফ ঊর্ধমুখী হওয়ার কারণে মানুষের হুঁশ ফেরাতে ফের উদ্যোগী হল প্রশাসন ৷ বহরমপুরে মাস্ক পরা বাধ্যতামূলক করতে এবং কোভিড বিধিনিষেধ সম্পর্কে সচেতন করতে আজ রাস্তায় নামল পুলিশ ।

সোমবার দুপুরে বহরমপুর থানার কান্দী বাসস্ট্যান্ড, নতুন বাজার সহ অন্যান্য বাজারে অভিযান চালালো মুর্শিদাবাদ ট্রাফিক অতিরিক্ত পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বেলডাঙ্গা এস ডি পি ও সামসুদ্দিন সেখ, বহরমপুর থানার আই সি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পাপিয়া সুলতানা জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে মানুষকে সচেতন করতে আজ তারা রাস্তায় নেমেছে। এরপর সরকারি নির্দেশ না মানলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাপিয়া সুলতানা ৷ নিজস্ব চিত্র

আজও কোভিড বিধি শিকেয় তুলে মাস্ক ছাড়া জনগণকে পর্যটন কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে ৷ আজ নতুন করে রাজ্য সরকার আরোপিত
বিধিনিষেধের ফলে সারা রাজ্যের অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি বন্ধ করা হয়েছে নবাবের শহরের পর্যটন কেন্দ্রগুলি । তথাপি সেই বিধিনিষেধের তোয়াক্কা না করে লালবাগ, মুর্শিদাবাদ শহরে হাজারদুয়ারি সংলগ্ন এলাকায় মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা করছে একটা শ্রেণীর মানুষ। আর এই ধরণের অসচেতন ব্যক্তিবর্গের হুঁশ ফেরাতেই আজ পথে নেমেছে পুলিশ ৷

প্রশাসনিক উদ্যোগ ৷ নিজস্ব চিত্র